কাব্যানুশীলনে শুভঙ্কর চট্টোপাধ্যায়

বকুলফুলের মালা
জীবন চলে গেলো আমার
জীবন ধুতে ধুতে,
ময়লা-কালি মেখেও সে চায়
খাবার পেলে শুতে।
কে আমাকে সামলে দেবে,
কার আছে সে দায়!
যদি বা কেউ চেষ্টা করে,
হাল ছেড়ে পালায়।
রং চড়িয়ে নিজের গায়ে
লিখেছি তালপাতায়
নিজের স্তুতি,তারিফ যত
প্রগলভতার খাতায়
পাহাড়চূড়োয় একলা বসে
প্রলাপ সম্ভারে
যা বলেছি, যা লিখেছি,
অপচয়ের ভারে
পথের ধুলোয় মিশেছে আজ,
ঝরা বকুল দিয়ে
অবাক করে গাঁথলে মালা,
আর দিলে পরিয়ে।