কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

পৌত্তলিক

নিরাকার নির্বিকার তার কোন
রস নেই জেনো
তুমিও তো জন্ম ঘিরে যাপন
করেছো এতো মায়া !
তবুও কি শূন্যবাদ ?
বনের হারিণী খুঁজে প্রেম
সব কিছু নামহীন রূপহীন হলে
চন্দন গন্ধ কেনো
এতো বেশি চরাচর জুড়ে
জন্ম যায় এমন অযুত তথাগত I
গোপনারী অভিমান
ব্রাহ্মণের অহংকার ঘিরে
রচনা করেছো এতো পথ
দিব্য গন্ধ ফুল ও মালায়
স্তোত্র লিখে নিজেই শঙ্কর
শরণার্থী অন্নপূর্ণা কোলে ,
আমি ও সাকারে থাকি
সাজি ভরে তুলে রাখি ফুল
ছড়িয়ে বিছিয়ে রাখি বনপথ জুড়ে I

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।