T3 শেষের কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

মুখোশ

আমি খুব মাংসাশি লোক
নিরুপায় তৃনেই থাকি
চারদিকে চকচকে সব
দেখে যাই রং চালাকি I
একটু এদিক হলে
বাবুদের রকম সকম
তেলাকৈ পোস্ত পেঁয়াজ
টিকটিকি টকম টকম I
উঠে আয় সিংহশাবক
তিনজনে বজ্র ডাকি
ভেঙে যাক বকম বকম
তেলদূনিয়া, ঢঙ চালাকি I
আসলে মাংসাসি লোক
কেটে খাল কুমির ডাকি
পিঁপড়ের পাখা লাগাই
এভাবেই যদিন থাকি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।