T3 || ঘুড়ি || সংখ্যায় সুমিতা চৌধুরী

মন ঘুড়ি
আকাশ জুড়ে রঙের মেলা,
মাঞ্জা সুতোয় টান।
বয়স কালের সীমানা ভুলে,
জমছে ভোকাট্টার গান।
হরেক নামের ঘুড়ির মাঝে,
মনের পসরা সাজে।
ইচ্ছেরা সব পাখনা মেলে,
মন-আকাশের মাঝে।
উড়াল পথে ঘুড়ি যখন
আকাশ জিনে নেয়,
অধরা স্বপ্নেরা তারই সাথে
বেড়ি খোলে পায়ে।
লাটাই যেমন ছাড়ে সুতো
আকাশ ছোঁয়ার অভিপ্রায়ে,
আগল ভেঙে মনও ধায়
যেন ঘুড়িরই প্রশ্রয়ে।
রঙিন মোড়কের বাহারি সাজে
ইচ্ছে খুশির হিল্লোল,
আবেগ-উচ্ছ্বাসের বাঁধভাঙা কলরবে
ছেলে বুড়োর দল।
উৎসব যেন সাদর অভ্যর্থনায়
দেয় মিলনমেলার ডাক,
বিশ্বকর্মার হাতের ঘুড়ির কুটিরশিল্পে
স্বাধীনতা আশ্রয় পাক।।