হঠাৎই ঝোড়ো হাওয়ার সাথে তুমুল বৃষ্টি শুরু হতে পামেলা এসে তাড়াতাড়ি ঘরের জালনাগুলো বন্ধ করতে গিয়ে বৃষ্টির ছাটে ভিজে গেল। এমন সময় কোথা থেকে ভেসে আসা দুকলি গানে,”প্রেমের জোয়ারে ভাসাব দোহারে
বাঁধন খুলে দাও, দাও, দাও, দাও…” সত্যিই মন ভেসে গেল সেই অতীত স্মৃতিতে, যেখানে এমনই বৃষ্টি ভেজা দিনে তন্ময় এই গানটাই গাইত পামেলার উদ্দেশ্যে, পামেলা বৃষ্টি ভিজতে খুব ভালোবাসতো বলে। আর তখনই বৃষ্টির ফোঁটার সাথে চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল পামেলার।