মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯১
বিষয়- জামাইষষ্ঠী/ বৌমা ষষ্ঠী/ আবির্ভাব/ তিরোধান
মানব জনম
কি অপার বিস্ময়
এ মানব জনম,
এই অপরূপ ধরা মাঝে
স্রষ্টার এই সৃষ্টি সর্বোত্তম।
গর্ভের অঙ্কুরে মায়ের
শুধুই ভালোবাসা অপার,
তবে কেন বৈষম্য
জন্ম নেওয়ার পর?
শিশুর মাঝেও প্রভেদ
কন্যা / পুত্রে!
অর্থের বৈষম্যও বেজায়
জীবনের প্রতি ক্ষেত্রে!
জন্মদিন পালনে
একদিকে প্রাচুর্যের বন্যা,
অপরদিকে অভুক্ত পেটে
অসহায় বোবা কান্না!
জন্ম তো সৃষ্টি ,
জন্ম নাড়ির টান।
তবে কেন ভূলুণ্ঠিত হয়,
মায়ের গর্ভের মান?
পুত্র হোক বা কন্যা,
ধনী বা দরিদ্র,
জন্ম হোক জীবনের জয়গান,
প্রতিক্ষেত্রে, সর্বত্র।।