T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

নীল অবসাদ
একদিন সব ব্লক করে দিয়ে
শুকনো পাতার মতো বেজে উঠবে কয়েকটি নূপুর ,
একদিন মাঠ থেকে ঝরে যাবে
শেষ কটি ধান
এরকম মনে হয় হাজার তারায়
নিভে যাবে আলো শুষে নেবে
যেমন ব্ল্যাকহোল
তত খানি দূরে নয়
তত বেশি কাছেও তো নয়
মাঝে মাঝে থেমে যায় গান
মাঝে মাঝে জেগে উঠে ঘুমন্ত ফসিল
ফাজি লজিকের মতো ঠিক কোনদিন
একদিন , একদিন , একদিন
কাজ করবে না সিস্টেমিক লুপ
মাঝে মাঝে মনে হয় :
শিউলি ফুলের মতো ঝরে যায় ভোর
শুকনো পাতার মতো বেজে উঠে
দূরের নূপুর II