• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সুপ্রিয় চক্রবর্তী

স্বয়ম্বর

রাজপরিবারের অন্দরে কিছু কথা আটকে থাকে দেওয়ালে, আর রাজার মন দীর্ঘকাল ধরে ভারাক্রান্ত। তার একমাত্র কন্যার বিবাহ নিয়ে তিনি অত্যন্ত বিচলিত। অবশেষে আগামীকাল তিনি স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। বহু উপযুক্ত পাত্র কাল উপস্থিত থাকবেন উক্ত সভাতে।
সময়মতো, আজ রাজার সভা শুরু হয়েছে। রাজসভায় আজ কবি, রাজকুমার, পন্ডিত, চিত্রকর, এবং আরো অনেকে উপস্থিত। রাজকন্যার স্বাধীনতায় রাজা হস্তক্ষেপ করতে চান না। প্রত্যেককে রাজকন্যা একটি করে প্রশ্ন করে, তার নিজের পছন্দের পাত্র পছন্দ করতে পারেন\
রাজকন্যা: আপনি বিবাহ পূর্বে আমাকে কি ভাবে খুশি রাখতে চান?
রাজপুত্র: আমার রাজ্যপাট অর্ধেক আপনার, আপনি হবেন আমার উত্তরসূরিদের মাতা আর আমার রাজ্যের রাজমাতা।
রাজকন্যা: আপনি বিবাহ পূর্বে আমাকে কি ভাবে খুশি রাখতে চান?
পন্ডিত: আপনাকে আমি অমরত্ব প্রদান করবো আমার অনন্ত সাহিত্যের মাধ্যমে।
রাজকন্যা: আপনি বিবাহ পূর্বে আমাকে কি ভাবে খুশি রাখতে চান?
চিত্রকর: আপনার প্রত্যেক মুহূর্ত আমি ধরে রাখবো আমার ক্যানভাসে।
রাজকন্যা: আপনি বিবাহ পূর্বে আমাকে কি ভাবে খুশি রাখতে চান?
কবি: ওনাদের মতো আমি কিছুই আপনাকে দিতে পারবো না, আমি শুধু আপনার মনে ঘর বাধঁতে চাই আর আপনার মনকে সযত্নে রাখতে চাই আমার কাছে।
রাজকন্যা কবিকে তার উপযুক্ত পাত্র বলিয়া নির্বাচন করলেন। সভাকক্ষে বললেন, “অন্য তিনজন পাত্রকে নির্বাচন করলে সাধারণ মানুষের ক্ষতি, যা আমি রাজকন্যারূপে স্বীকার করতে পারিনা। রাজকুমারের রাজ্যের অর্ধেক আমার হলে, রাজধর্ম পালনে আমাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে-অপটু হস্তে রাজ্য পরিচালনা করা উচিৎ নয়। পন্ডিতের সাহিত্য যদি আমাকে নিয়ে গঠন হয় তাহলে সাহিত্যের বৈচিত্র বিনষ্ট হবে-পরবর্তী প্রজন্মের বিদ্যার গতি শ্লথ হবে। চিত্রকরের কল্পনায় জড়বস্তুও জীবন্ত রূপ ধারণ করে, সেই কল্পনায় আমার অবয়ব বারবার চিত্রিত হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে বিসর্জিত হবে-যে পৃথিবীতে কোনো রঙ থাকবে না। কিন্তু কবিকে বিবাহ করলে জগতে কারো কোনো ক্ষতি হবে না, শুধু আমার ক্ষতি হবে-রাজকন্যা হিসেবে রাজ্যের এবং রাজ্যবাসীর কল্যানে আমি আমার ক্ষতি স্বীকার করতে প্রস্তুত!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।