মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্ট সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২৪
বিষয় – হোলি / দোলযাত্রা / বাসন্তিকা
রঙ লাগুক বসন্তে
হরেক রঙের ফাগে রাঙা রঙিন মুখ,
কিছু রঙ লাগে গালে,
কিছু লাগে মন গহীনে,
রচে প্রেম বিভোরে, অনাবিল সুখ।
প্রকৃতিও খেলে হোলি আপন রঙেতে মেতে,
কিছু বাসন্তী, কিছু কমলা,
কিছু অনুরাগের লালিমায়,
পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার আঁচলখানি পেতে।
রাতের নিকষ কালো চাদরেও রঙ লাগুক,
কিছু সোনালী ভোরের,
কিছু বা গোধূলি আলোর,
রাতগুলোও কালিমা মুছে, রঙে রঙে সাজুক।
যে জীবনের সব রঙ গেছে ধুয়ে, তাও হোক রঙিন আবার,
কিছু বন্ধুত্বে, কিছু সান্নিধ্যে,
কিছু স্নেহে- ভালোবাসায়,
জীবনের ধূসরতায় আসুক ফিরে, রামধনুর সকল রঙের জোয়ার।
এভাবেই আসুক বসন্ত, থাকুক বারোমাস, জীবন- যাপন জুড়ে,
কিছু ক্ষণের তরে নয়,
কিছু দিনের সীমারেখাতেও নয়,
আদি অনন্ত কালীন, সকল ধূসরতা, কালিমাকে মুছে, ভালোবাসার রঙে মুড়ে।।