প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সুজিত চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
পৌষের মাঝামাঝি
এইযে গাছগাছালির ছাওয়া বিছানো সরু পথ টুকু ,
যেটা মাত্র পঞ্চাশ পা পেরলেই শেষ হয়ে যায়।
ঠিক এইটুকু পথের চলায়,
প্রেমিকের বাহু জড়িয়ে পরম আদরে ধরে রাখতো ওর প্রেম ভরা উদ্ধত বুকের কাছে।
যতবারই হেঁটেছে দুজন এই পথে ,
ততবারই প্রেম সিক্ত করেছে তাকে ,
বারবার।
হয়তো হয়েছে নিজেও।
এই পথের পরেই চঞ্চল রাজপথ।
জন সমাগম।
ওর কোমল প্রেমিকা হাত ,
নেমে আসতো নিচে,
আলগোছে ধরতো আঙুল,
সম্ভ্রমে।
ব্রিগেড ময়দানের এলোমেলো ঘাসে ,
ফুটে উঠতো বিকেলে ভোরের ফুল।
ঘোড়া গুলোর দাপাদাপি পায়ের ধুলোয় , যৌবনের সোঁদা গন্দ।
এসো ভাললাগা ,
এসো ভালবাসা।
একটু বসো , এখানেই। সবুজে ।
স্নিগ্ধ হোক , ঘনিষ্ঠ হোক প্রেম আলাপন।
এখানেই রাখা যায় সব কথা। উজাড় করে। নির্দ্বিধায় ,
অন্তহীন টানটান আস্থায়, ভরসায় , বিশ্বাসে , এক নিঃশ্বাসে
নিরাপদে ।
আবারও পথ চলা।
নিশ্চিত প্রত্যাশা হীন।
নির্মল স্নিগ্ধ ভালবাসা ।
ঘাসে ঘাসে পা ডুবিয়ে ডুবিয়ে ,
হাতে হাত রেখে।
দিনান্তের কমে আসা সূর্য রেখার ছটায় ,
অনন্ত প্রশান্তি
দুটি মনে , দুটি প্রাণে।
আকাশে ঘুরপাক খাওয়া চিলের ডানায় , তখনও পড়ন্ত রোদের মায়া।
আরও একটু থাকো।
আর কিছুক্ষণ।
গঙ্গা পাড়ের পশ্চিম দিগন্তে
এখনও রক্তিম আভা।
আর একটু ক্ষণ।
ধরিত্রী আঁধারে ছেয়ে যাওয়া পর্যন্ত।
ধন্য হোক অন্তহীন ভালবাসার ,
এই শেষ প্রেম আলিঙ্গন ।