মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৮
বিষয় – জগদ্ধাত্রী পূজা/ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
দেশবন্ধু
দেশ যখন পরাধীনতায় শৃঙ্খলিত,
তখনই দেশের- দশের প্রকৃত বন্ধু হয়ে এসেছিলেন তিনি।
আপন পেশার আইনকে সঙ্গে করে,
বারংবার বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছিলেন যিনি।
তিনিই তো মরণেও করেছিলেন,
আপন মৃত্যুহীন প্রাণকে অকাতরে দান।
তিনিই তো আপনাকে নেতা রূপে প্রতিষ্ঠিত না করেও,
দেশের স্বাধীনতায় দিয়েছিলেন সর্বস্ব বলিদান।
আপনাকে আড়ালে রেখে
তিনি গড়েছিলেন বহু বিপ্লবের কাণ্ডারি,
নেতাজি সুভাষ, যতীন্দ্রমোহন, শরৎ বসু, ছিলেন তাঁরই শিষ্য,
ভারতের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র, বিপ্লবের ধ্বজাধারী।
আপন চিত্তের মহিমায়,
তিনি করেছিলেন দেশকে রঞ্জন আপনাকে বিলিয়ে।
তাই তো পরিচিত তিনি “দেশবন্ধু” নামে আজও,
আপন “চিত্তরঞ্জন” নামের ব্যাপ্তিকে ছাড়িয়ে।
স্বাধীনতার ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা
তাঁর নাম তথা অবদান,
রত্নগর্ভা ভারতমাতা তাই তো আপন হৃদয়ে দিয়েছেন,
তাঁকে চিরস্থায়ী স্থান তথা মান।।