মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৯
বিষয় – শহীদ ক্ষুদিরাম/ প্রতিবন্ধী/ বিজ্ঞান বনাম কুসংস্কার
অলৌকিকতা
আলেয়া, মরিচীকা,
ভোজবাজি,অদ্ভুত।
মনের অবচেতনে
বাসা বাঁধে যতো ভূত।
অজানা বিজ্ঞান,
মনের অজ্ঞতায়,
মাত্রা পায় অলৌকিকের,
রটনা মেশে বাস্তবতায়।
ওঝা, বাবা, তান্ত্রিক,
ভর হওয়া মাতা,
সবাই করছে সুযোগ সন্ধান,
হয়ে তোমার ত্রাতা!
অসহায়, দুর্বল,
একাকী নারী,
হত্যালীলা চলে অবলীলায়,
আখ্যা দিয়ে ডাইনি!
প্রকৃতির পঞ্চভূতে
সৃষ্ট প্রাণী দেহ,
প্রকৃতির মাঝেই সৃষ্টি,
সেই প্রকৃতিতেই লীন সব কেহ।
সব ঘটনারই ব্যাখ্যা আছে
বিজ্ঞানের কাছে,
মনকে করো শিক্ষিত
বিজ্ঞানকে যাচো জীবনের মাঝে।
অলৌকিক নয় কিছু
সবটাই বাস্তব,
কুসংস্কারের অন্ধকারে
বিজ্ঞানের পরাভব।।