মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৩
বিষয় – পলাশ ফুল / বাসন্তিকা / মোহ
মোহ মায়ার নেশা
তিন হাত জমিনই বরাদ্দ সবার,
কিন্তু চাহিদা তো আকাশ ছোঁয়া!
সেখানেই বাঁধে যতো গোল,
ইহ জগতের কারবারই যে মোহ মায়া!
অভীষ্ট লাভের আশায় ছুটে চলেছি হরদম,
যেন রেসের ময়দান!
কেউ আগে, কেউ পিছে,
এভাবেই কখন যেন বয়ে যায় এ জীবন!
পরপার থেকে কে যেন অলক্ষ্যে হাসে,
বলে, “সময় হয়েছে পূর্ণ।”
মোহরা দেয় তখনই রণে ভঙ্গ,
প্রাপ্তির ঘরা ফেলে রেখে অপূর্ণ।
চক্রবৎ তখনই কোনো ঘরে বাজে শঙ্খধ্বনি,
নতুন সৃষ্টির প্রারম্ভিক বার্তায়।
কারুর হয় সারা, কারুর শুরু,
ভব সাগরের এই জীবন আঙিনায়।
মায়ার বাঁধন আবার ঘিরে ধরে তাকেও,
আষ্টেপৃষ্টে ধরে লালসা কামনার নাগপাশ।
এক প্রাপ্তি শেষ হলেই আরেকটি জাগায় নেশা,
মোহের অন্ধগলিতেই ভরা থাকে চারপাশ!
ভেবে দেখি না কেউ, দেখিনি কখনো,
কিছুমাত্র যাবে না সঙ্গে কারো।
তবু জীবন জুড়ে শুধুই মোহের নেশায়,
হারিয়ে ফেলি জীবনের সবটুকু সুখ শান্তি হয়তো আরো।।