ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

শুধু কবিতার জন্য
” বিস্তার ” শেষে নয় আজ কোনো তান !
গাইবো না আজ কোনো দুঃখের গান ,
পালন করবো কবিতা- জন্মদিন |
শব্দের সমারোহে আজ হোক না দিন রঙীন
দামামা বাজুক , বাজুক পাঞ্চজন্য ,
কবিতা বড়ো লাজুক, কিন্তু অনন্য |
কবিতাকে ভালোবেসে আমি
বেচেছি আমার স্বপ্ন ,
দখলী স্বত্ত্ব কায়েম করেছে
পরিযায়ী দুঃখরা ؛ দুঃখরা আজ
হীরের চেয়েও দামী |
কবিতা সাজাতে কিছুটা পলাশ এনো ؛
কবিতা সাজাতে বড়ো প্রয়োজন , জেনো |
পলাশের লাল কবিতা শরীরে ঢেলে
হলুদ পলাশে সান্ধ্য প্রদীপ জ্বেলে
এঁকে দেবো সুখ আশ্লেষ চুম্বনে
কিশোরী কবিতা পায়ে পায়ে দেবে পাড়ি
কৈশোর থেকে দুরন্ত যৌবনে |