কবিতায় সুলগ্না চৌধুরী

সজীবতার গান
ফুলশাখাতে কেতকী, কামিনী হাসলো আজ খুব সুখে।
ফুলসখীরা আজ জাগলো অহর্নিশি।
খর বৈশাখের পর আজ প্রথম প্রহরে
আকাশ পুষ্প ঝরেছে আজ তাদের গায়ের ‘পরে।
কেতকী, কামিনী দুই আঁজলা বারি তাদের অঙ্গে মেখে সোহাগ করে।
কেতকী আনন্দে মুখর করে তোলে সভা।
কামিনী গুনগুনিয়ে গাইলো অঝোর ধারায়।
বন বনান্ত নন্দিত করে আসছে ছুটে মেঘবালিকা,
বালিকামেঘ মিছিলের থেকে দৌড়ে আসে ধরণীর পরে।
বালক মেঘও সাথী সেজে এলো তার সাথে, সাথে।
আজ আষাঢ়ের প্রথম বর্ষায়।
সাজলো আজ বাগবাগিচা নাচলো দোয়েল কোয়েল।
সন্ধ্যা তারা আরও উজ্জ্বল আজ সূদূর আসমানের ঘরে।
নাচলো নদী তন্বী তটিনী হিল্লোল কলতানে।
রাই শুনলো মোহন বাঁশি যমুনা যাওয়ার কালে।
কদম্ব আর তাল তমাল উদ্ধত আজ বড্ড দামাল।
কানু নাকি আজ অভিসারে যাবে রাই কিশোরীর সাথে!