মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৬
বিষয় – দৃষ্টি / উৎকর্ষ / স্বপ্ন
দৃষ্টির হালহকিকত
দৃষ্টির ধোঁয়াশায় কতো কি অধরা থেকে যায়,
কতো কিছু স্পর্শ করে না মনকে,
অলীকের ভাবনায় গড়ে ওঠে এক মেকি জগৎ,
বাস্তব পড়ে থাকে অবহেলে পর্দায় ঢেকে!
দৃষ্টির দিগভ্রান্ততায় মনের সুতোর রাশ আলগা হয়,
সম্পর্কের মনোবীণায় জমে ধুলো পরতে পরতে,
জলছবিগুলো হয় ম্রিয়মান, ম্লান, আবছা থেকে অদৃশ্য,
হৃদয় জুড়ে বিরাজ করে হিমশীতলতা অজান্তেই।
দৃষ্টি বিভ্রম ঘটায় সহসাই অশনিপাত,
জীবন জুড়ে যেন তখন জুয়ার রাজ্যপাট,
চেতন মনন হয় বুঝি মৃতবৎ,
যাপনে মেশে কালের বিদ্রুপের হাসি নিপাট।
এমনি করেই আজ কতো দৃষ্টি গিয়েছে বলি,
নোয়ানো শিরদাঁড়ায় ঘোরে এমনই কত শত আজ্ঞাবহ দাস,
মন- মগজের আঁখি যাদের চিরতরে হয়েছে অন্ধ,
আপন যাপনে গড়েছে দেখো পরাধীনতার আবাস!
নিজ মনন চেতনের আঁখি খোলো আগে,
মেশাও আপন দুনয়নের দৃষ্টিকে তারই সাথে,
রঙিন জৌলুসের সকল চ্ছটার জালকে সরাও দু-হাতে,
আপন অন্তরদৃষ্টির স্বচ্ছতাতে।।