মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩০
বিষয় – অভিসার/ ঈদ/ মনসারস
ঈদ-উল-ফিতর
বছর ঘুরে বারবার,
জীবনে আসে ঈদের(খুশির) জোয়ার।
জাত- বর্ণ- অর্থের গণ্ডি ভুলে,
এখানে মানবিকতার উদযাপন হয় প্রাণখুলে।
ফিতরায় বাঁটা হয় কতোই না নজরানা,
এই নজরানায় থাকে না কোনো শর্তের পরোয়ানা।
আলিঙ্গনের পরশে থাকে শুধুই ভালোবাসা,
খুশির চাঁদের বার্তায় থাকে, আনন্দমুখর জীবনের অভিলাষা।
মাসভর রোজার নিয়মে থাকে আত্মসংবরণের বার্তা,
ইফতারের আসর জমে সৌহার্দ্যের না রেখে গণ্ডি বা মাত্রা।
“ঈদ” এক মিলনোৎসব, সদা সাম্যের আঙিনায়,
যেখানে মানব বন্ধন দৃঢ় হয়, সকল হৃদয়ের জলসায়।
যেখানে আহ্লাহ, ঈশ্বর, খ্রীষ্ট মিলে হয় একাকার,
যেখানে সম্প্রীতির উদারতায় কেউ থাকে না পর।
যেন লেখা থাকে সোচ্চারে, মানবতাই পাক সদা সর্বাধিকার,
“ঈদ মোবারক”- এর শুভেচ্ছায়, এই অলিখিত বাণীই কয়ে যায় ইদ-উল-ফিতর।।