তনুময়কে সিঁড়ি বেয়ে উঠে আসতে দেখে অবাক হল শিঞ্জিনী। ও-ও নিমন্ত্রিত নাকি ? শিঞ্জিনী একটু গুছিয়ে নিল নিজেকে। কতো বছর পরে মুখোমুখি আবার ? ছাব্বিশ – সাতাশ তো হবেই। উফ্, একটা সময় তাকে কি যে চাইত ছেলেটা ! তাকে নয়, তার শরীরটাকে। দাদার বন্ধু ছিল। সেই সুযোগে অবাধ যাতায়াত আর ছোঁকছোঁকানি। শিঞ্জিনির খারাপ লাগতনা, কিন্তু মন ছাড়া শরীর ! চায়নি সে। তাই হালকা প্রশ্রয় একটা ঝুলিয়ে রেখেছিল খালি।