কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

অলৌকিক

তুমি যেন রাত্রির আলোয়
ছড়িয়েছো সাদা জুঁই ফুল
এরকম বলা থাকে —
এর বেশি লিখিনা কিছুই I
অনেকে কলঙ্ক লেখে
কেউ কেউ পুরাণপুরুষ
জল ভেঙে চলে যায়
সহজিয়া রীতি , তারপর
অযুত লক্ষেরও বেশি
ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ি –
আর কিছু বলতে গেলে
মুখ চেপে ধরো তুমি মা !
আমি দেখি ভোরের শিশির
তুমি মোছো অশ্রুর শরীর I

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।