কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

অলৌকিক
তুমি যেন রাত্রির আলোয়
ছড়িয়েছো সাদা জুঁই ফুল
এরকম বলা থাকে —
এর বেশি লিখিনা কিছুই I
অনেকে কলঙ্ক লেখে
কেউ কেউ পুরাণপুরুষ
জল ভেঙে চলে যায়
সহজিয়া রীতি , তারপর
অযুত লক্ষেরও বেশি
ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ি –
আর কিছু বলতে গেলে
মুখ চেপে ধরো তুমি মা !
আমি দেখি ভোরের শিশির
তুমি মোছো অশ্রুর শরীর I