দিব্যি কাব্যিতে সোনালী চক্রবর্তী

প্রলোভন
একটা প্লাবন চাইছি ভীষণ, হয়তো প্রপাত ঘিরে ভূকম্পের উদ্ভাসে। পাখি ভাসছে অনেক হিরণ্যগর্ভ হ্রদে, এমনই মেঘেরা স্থির হয়ে আছে সম্ভাবী জলজ বিস্তারে। তোমায় বলা যাচ্ছে না, বিস্ফারে নতজানু হয়ে-পড়া প্রেমের আদিম অভ্যাস বলে পিরানহাকেও প্রজাপতি বোধ হচ্ছে এই অকালে। শোনো… এভাবে প্রস্তর সেজো না জিভ আর নরমের সংলাপে। প্রতিটি ভাদর শূন্য রেখে গেছে মন্দির এতদিন বিশুদ্ধ কুকুরের অভাবে। নাভির কদম পেরিয়ে দ্যাখো, আশ্চর্য সর্পের ন্যায় সে মুকুলিত ভেদ, যেমত মধুকুপি নদীটিতে আলো জ্বেলে কাছিমেরা নামছে বিষাদসরণির স্নানে।