সম্পাদকীয়

ব্যাঙের মাথায় নতুন ছাতা
মুখে চওড়া হাসি।
ব্যাঙ গৃহিনী বলেন
আমি বড্ড ভালবাসি
ঝিরিঝিরি জলের গান আর
মেঘলা আকাশ কালো।
গ্যাঙর গ্যাঙ গানের সুরটি
শুনতে ভারি ভালো।
কর্তা ব্যাঙের সেকি খুশী!
কচু পাতার তলায়
চকচকে চোখ রেয়াজ চলে
দুপুর সন্ধ্যে বেলায়।
জলে কাদায় ছপর ছপর
হ্যাঁচ্চো বলেন কাকা
চতুর্দিকে ভিজে জামা
যে যেদিকে তাকায়।
মায়ের হাতের খিচুড়ি আর
পাঁপরভাজার মজা
ইলিশ মাছ আর বেগুনি সব
হচ্ছে গরম ভাজা।
পুচুন টুলি টুকুন সবাই
শুনছে বাদলা সুর,
বৃষ্টি দিনে গল্পগাছার
সোনালি