কবিতায় সৌমিত বসু

নৌকোযাত্রা
একটা মানুষ হেঁটে চলেছে আকাশের দিকে
তার পেছনে পেছনে সমস্ত পৃথিবী
রাতের পর রাত গেঁথে তৈরি করা বাড়িগুলো
হাত বাড়িয়ে মুখের মধ্যে পুরে নিচ্ছে ঝাঁক ঝাঁক পাখি
চারিদিকে অজস্র গন্ধ।শুঁকে শুঁকে এগিয়ে চলেছে দুটি প্রাণ
মানুষ চিনতে চিনতে এগিয়ে চলেছে মরাবিকেলের দিকে
যে মেঘ একদিন বাষ্প হয়ে নেমে এসেছিলো তোমার চোখে
যে চোখ দিয়ে তুমি নিজের মতো বানিয়ে নিতে সাঁকো
আজ তারাও ক্লান্ত।
একটা মানুষ ক্রমাগত একা হতে হতে
নদীর তীরে এসে দাঁড়িয়েছে।সম্পর্কের নদী।