T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

জয় বাবার জয়
বলো সবাই বাবা, বলো বাবার জয় –
বাবা দয়া করে বলেই রোজ ফিস্টি হয়।
সকাল সন্ধে যখন তখন আড্ডা বসে সেথা,
ঠাণ্ডা গরম সবই চলে – বাঁধা আছে ক্রেতা।
বাবার অনুচর, জাত কাঙালের দল,
ভিখ মাঙতেও করছে চোপা! করবি কী তুই বল?
মাসতুতো ভাই বোন, বড্ড আপনজন –
কাল যে ছিল পরম অরি, আজ সে প্রয়োজন।
সবাই দেবে চাঁদা, মরবে খেটে হাঁদা;
বাবার জন্য তাই খদ্দের আছে ঠিকই বাঁধা।
সবাই করছে দান, তবুও শূন্য ডালা!
সেসব নিয়ে প্রশ্ন কেন – এই হয়েছে জ্বালা!
পুজোর ডাক
পরীক্ষা তাই পড়ছি আমি
হোস্টেলেতে থেকে;
পুজোর জামা পৌঁছে গেছে,
বাবা গেছেন দেখে।
বোনের জন্য নতুন জামা,
মায়ের নতুন শাড়ি,
ঠাক্মা দাদুর শাড়ি ধুতি –
ভরে গেছে বাড়ি।
বাবাও এবার কাকার কাছে
ছিট পেয়েছেন দারুণ-
দর্জি বলে দেরি হবে
পুজোর ভিড়ই কারণ।
মাসি মেসোও দিয়ে গেছেন
আমার জন্য টাকা –
কী হবে আর পরে পেয়ে,
এখন তো হাত ফাঁকা।
কেন যে এই পরীক্ষাটা
পিছিয়ে গেল এমন –
পুজোর ছুটি নষ্ট হলে
মন করে না কেমন?
পড়াশুনোয় মন বসে না
মণ্ডপেতে ঢাক –
তোমরা মাতো আনন্দেতে
আমার কথা থাক।