।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সন্তোষ ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সাফল্য
মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্ত শৈশব
বাবার হাতের আঙ্গুলে নিরাপত্তা আঁকড়ায়।
অনেক পথ পেরিয়ে এভাবেই বড় হয়ে
সিঁড়ি ভাঙ্গা অংক কষতে কষতে-
ক্যারিয়ারের চূড়ায় পৌঁছায় যৌবন,
ব্যস্ততা ঘিরে থাকে সাফল্যের নিশিদিন।
অহরহ ভয় হয় পিছন ফিরে তাকাতে
বৃদ্ধাবাসে অপেক্ষার দিন গুজরান মায়ের।
চোখ বুজে বুকের উষ্ণতায় হাত রেখে
নিরাপত্তা হাতড়ায় অস্তগামী দিবাকর।
ঈশ্বরের ঘর
বৃষ্টির শব্দ শুনতে শুনতে
বারান্দায় রাত্রি যাপন করলে
এক মধুর অভিজ্ঞতা হয়
করর্ করর্ ব্যাঙের ডাক
টিনের চালে ঢাকের বাদ্যি
গাছে গাছে ঢলাঢলি জলকেলি
জল-জ্যোৎস্নায় গাছের কোটরে
আধভেজা পেচকের জ্বলন্ত চোখ
আকাশে বিদ্যুতের সর্পিল দ্যোতনা
জল নুপুরের শব্দ
এত কিছু অনুভবী অনুসঙ্গে
অসীমের বৈঠা বেয়ে মন মাঝি
পৌঁছে যায় ঈশ্বরের ঘরে।