কবিতায় শান্তনু ভট্টাচার্য

আলো ও ঝরে যাওয়া ফুল
শিমুল রঙের সন্ধ্যা নামছে,
নগ্ন হবার আগে তাকিয়ে দেখছি নদীর ভরা যৌবন
মাটি ও আকাশের খা খা দুটো রেখাকে কী করে মেলাবো?
আমি পাখি হয়ে যাব
উড়িয়ে দেবো আমিষ ইচ্ছে গুলো
ঘাটের পাশে বিসর্জিত ভাঙা রঙচটা প্রতিমার
অস্ত্রবিহীন হাত ধরে রেখেছি করোতলে
ওদিকে চমকে দেওয়ার মতো রাত জ্বেলেছে আগরবাতি
এখন তোমার দেবীমুখের দিকে তাকাতে ভয় হয়
পাছে ফুলদানিতে বাসি রজনীগন্ধার মত ঝরে যায়
আমার একান্ত…পাপ…