কবিতায় বলরুমে সায়নী ব্যানার্জী

জিজ্ঞাসা

তোমরা কেউ প্রেমের সঠিক সংজ্ঞা শুনেছ ?
প্রেমে পড়লে কি ভাবে তাকাতে হয়,
কি ভাবে কথা বলতে হয়,
কেমন করে হাসতে হয়-
প্রেম এতো ভেবে করতে হয় বুঝি ?
আমি তো ভাবি-
প্রতি পূর্ণিমায় চাঁদের দিকে তুমিও তাকিয়েছো মনে করলেই প্রেম-
পথ চলতে চলতে বৃষ্টি আমায় ভেজালে-সেটাই তো প্রেম-
শীতকালে ঠান্ডা হাওয়ার আমাকে চুম্বন- তাই তো আমার প্রেম-
এক আকাশের নিচে তুমি আমি বসবাস-এই অনুভূতিও তো প্রেম l
শুনেছি সবাই ভালোবাসাকে অন্ধ বলে !
আমার কাছে তো দুচোখ ভরে তোমাকে দেখাই প্রেম-
একবার সঠিক সংজ্ঞা না খুঁজে,
কিচ্ছুটি না ভেবে,
অন্ধ না হয়ে আমার দিকে তাকিয়ে দেখো-
দেখবে,
প্রেমে পড়া কত সহজ হয়ে যাবে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।