কবিতায় সৌমিত বসু

অন্ধকারে বসে লেখা কবিতা
আমার অন্যায়
সুন্দর কে সুন্দর বলে ফেলি।
আমার একটি অসুন্দর
তোমার ত্রুটির চোখে আঙ্গুল ঢুকিয়ে
কখনো তা বের করে আনিনি কোটর থেকে কখনো উঁচু ছাদের ওপর দাঁড়িয়ে
সেসব শূন্যে ভাসিয়ে দিইনি তুলোর মতো।
মা-বাবা শিখিয়েছে নিরপেক্ষ হতে
বাতাস যেমনই থাকুক স্থির থাকতে হয় মাস্তুলের মত
পৃথিবী ভরে যাক নিরপেক্ষ মানুষজনে
আমি না হয় তোমার দিকেই ঝুঁকে রইলাম।