কবিতায় বলরুমে সরস্বতী বিশ্বাস

তুমি বলেছিলে
তুমি বলেছিলে,আমার প্রতি তোমার অনেকদিনের আগ্রহ অশেষ।
প্রথমদিকে না করলেও পরে করলাম বিশ্বাস,ফেলে দীর্ঘ নিঃশ্বাস।
তুমি বলেছিলে,বন্ধু হিসাবে আমি নাকি দারুণ।
তবে আজ কেনো এমন হলো বারণ !
অনুমতি দিয়েছিলে যা কিছু বলার,
আজ সব শুনে চলে কেনো গেলে বহুদূর ?
তুমি বলেছিলে, আমি চুপ থাকলেও তুমি কথা বলবে।
এখন কাকে এসব বলো তবে ?
যখন বলেছিলে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বাইরে
শুনে হেসেছিলাম তখন তিনদিন ধরে।
বসন্তের পাঠানো সেই শুভেচ্ছা,বলেছিলে বেকার আজকের দিনটা।
বুঝেছিলাম,লাগাবে রঙ কোন একদিন যেটা তোমার ইচ্ছে।
মনে পড়ে সেদিন বলেছিলে যদি হতাম পাশের বাড়ির কেউ,
আমি অট্টহাসিতে উত্তর দিয়েছিলাম বেদম পেটানি খেতে শিওর।
সাহস করে চাইলাম যখন সময়-ভালোবাসা-সম্মান।
তুমি বলেছিলে,নিশ্চয় পাবে চাপ নেই, হাসিখুশি থাকো কেমন।
যেদিন বলেছিলাম বন্ধুত্ব থেকে জীবন সাথী,
তুমি বলেছিলে,ডান চোখ কেঁপে ছিলো যেটা সুখের বার্তা বহনকারী।
তুমি বলেছিলে, অপেক্ষা করো ধীরে ধীরে হবে সবটা।
হঠাৎ করেই কালবৈশাখী ঘনিয়ে এলো,দূরত্ব এখন অনেকটা।