T3 || ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || এ শীতল বিশ্বাস

একুশে
মেঘের পালে মেঘ জমেছে
বাতাস চালায় নিজের হাল
আমি মানুষ কেমন করে বুঝবো সেসব
আকাশ জ্বালে রংমশাল
বারুদেরই গন্ধ ভাসে
গন্ধে ভাসে কোন অকাল
দুপুর নেভে চোখের জলে
ছড়িয়ে থাকে রক্ত জাল
ভাষার নামে জীবন থামে
যাপন জীবন মরণকাল
শহীদদেরই রক্ত গুলে
সূয্যি কাঁদে কোন সকাল
একুশেরই সেই সময়ে
থমকে থামে সময়ের নাল
ভাষার আশে বাহুর পাশে
মাটি শুষে রক্তের লাল
বাংলা ভাষা বাংলা ভাষা
মিষ্টি মধুর বিধুর তাল
এই ভাষাতে মাকে ডাকি
এই ভাষাতে নেই আড়াল
হৃদয় ভরে শব্দ ভাঙে
শব্দে গড়ে মন দেওয়াল
জগৎ সেরা মিষ্টি ভাষা
মিষ্টি সুরে টাঙাই পাল।