কবিতায় শান্তনু ভট্টাচার্য

আজকাল
আজকাল জলের ভেতর
আগুন দেখতে পাই
আগুনের ভেতর কান্না,
যে পথ এঁকেবেঁকে চলে গেছে
তাকে জড়িয়ে ধরেছে স্বজন হারানো নদী
একলা ঘাটে নৌকা গন্ধ মেখে
দাঁড়িয়ে থাকে সমস্ত পারাপার
এখন ঝড়ের ভেতর তিব্র অনুতাপ
শুকনো ফুলে ভিতরে যেন মহোল্লাস
তবু এখনো মুখোশ পড়িনি
মানুষ হয়েই সমস্ত মহড়ায় —
বেশ আছি সংলাপহীন একা…