মার্গে অনন্য সম্মান সুদীপ বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৬
বিষয় – বসন্ত / বসন্ত বিরহ
বসন্তবিলাপ
নিশীথে ছড়িয়ে আলোর ঝর্না ধারা
ভেসেছিলো দিক দিগন্ত চরাচর
মুগ্ধতা মাখা অলীক স্বপ্ন মায়া
প্রচ্ছদে তুমি, কাহিনী মিলনমূখর
সেকি অনুভব অপার্থিবের মায়ায়
অন্তরঙ্গ গাছেদের কানাকানি
তুমি এসেছিলে ফুলের গন্ধ নিয়ে
চরাচর জুড়ে সুখেদের হাতছানি
বাতাস রঙীন নেশাতুর প্রেমকথা
উচ্ছাসে ভরা মনে বসন্ত রাগ
ফাগুনের খেলা অকারন খুনসুটি
ব্যকুল হৃদয় ছুঁয়ে থাকা অনুরাগ
রাতে ঝরেছিলো ফুল পাতা ভালোবাসা
নির্জনতায় তোমার স্নিগ্ধ রূপ
জ্যোৎস্নাবাড়িতে শব্দের কাটাকুটি
দুজনে লিখবো রুপকথা অপরূপ
হঠাৎ মেঘেরা হিংসার সোরগোলে
আকাশ ভরালো ঈর্ষার কালো জালে
অন্ধকারের বায়বীয় শূন্যতা
উধাও কোথায় সুখপাখি দিক ভুলে
ক্ষনিকে মিলায় সুখের বাসর রাত
বিদায়ের বেলা এলো সেই কালরাতে
বসে আছি একা হৃদয়ের বন্দরে
ছেঁড়া রশি আর ভাঙা নোঙরের সাথে
কেন চলে গেলে আমাকে রিক্ত করে
স্তব্ধ সময় কুয়াশার মায়াজালে
রেখে গেলে কিছু ছেঁড়া খাম সাদা খাতা
আজও প্রতীক্ষায় যদি আসো পথভুলে॥