সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

কে?
চাঁদের মতো স্বপ্নের অন্য কোন পিঠ নেই
কলেজ ঠেকে বিড়ি ছাড়া অন্য কোন ধোঁয়ার
গল্প নেই—–কলেজ ঠেকে কি তবে বড়লোক বন্ধু নেই?
থিকথিকে কাদায় কায়দা রপ্ত করলে হাঁটা যায়—–জিলিপিও তার প্যাঁচের জন্য দায়ী করে না কারিগরকে,আবার কারিগরও কি দায়ী?
সব কিছু কিন্তু কোন কিছুর জন্য দায়স্বীকার করতে পারবে না—-
স্বীকার করলেও যে স্বীকৃতি পাবে এমন কিছু মানে নেই—–
আমরা সুবিধার্থে অনেক কিছু ওলটপালট করি—ওলটপালটের জন্য কে দায়ী?
ঠেক,চাঁদ,জিলিপি না কারিগর?