মার্গে অনন্য সম্মান শংকর ব্রহ্ম (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ৭৮
বিষয় – বসন্ত
বসন্ত এসে গেছে
দেহে যখন রঙ লাগে
তার ছোপ কি পড়ে মনে,
সেই কথাটা ভেবেছিলাম
আমার বয়স সন্ধিক্ষণে।
আর এখন ভাবি, রঙগুলো সব
আসলে ব্রজধামের ধূলো,
মনের ব্যথায় দেহ ফোঁপায়
যখন হৃদয়ে রঙ ছুঁলো।
কে দিল রঙ কে দিল না
তা নিয়ে খুব ভাবছি না
কারও মনের গভীরতা
রঙ দিয়ে আজ মাপছি না।
মন রেঙেছে আপনি যখন
তখন মনে রাখছি না
কারা দিল কত যে ব্যথা
তাদের কথা ভাবছি না।
বসন্তে আজ মন রেঙেছে
সেটাই বড় পাওনা আজ
পুরনো সব ব্যথার কথা
বল ভেবে লাভ কি আজ?