কবিতায় সংহিতা ভৌমিক

তোমার স্মৃতিতে
সৃজন বলে তুমি মৃত্যুঞ্জয়ী,
বিষাদ তবে কিসে?
শাশ্বত হোক তোমার সৃষ্টি স্মৃতি,
নিখিল বিশ্ব অন্তরে।
রুদ্ধ বাতায়ন যেথা ভয়শূন্য তুমি,
বিচঞ্চল মন তোমার অজস্র উদ্বোধন বাণী।
অথই দুঃখ নয়তো আজ, হে মহান তুমি মহিয়ান,
উচ্চশির সদা, উদারতায় ভরা বিষন্নতার আকাশ।
হে নবীন, তোমারই অধীন-বক্ষে অজস্র শতদল,
বিষাদসিন্ধু অতিক্রান্ত তবু শৃঙ্খলমুক্ত অশ্রুজল॥