গদ্যের পোডিয়ামে সুদীপ্ত বিশ্বাস

১| বোনফোঁটা
ধর্মে শুধু বিভেদ শেখায় পুরুষ এবং নারীতে
তাই পারে না নারী-পুরুষ বসাতে এক সারিতে।
নারীই শুধু বহন করবে নানান রকম চিহ্ন
শাঁখা-পলা কিংবা সিঁদুর সবই নারীর জন্য।
নারীই শুধু ভ্রষ্টা,বাজে,নোংরা নারীর চরিত্র!
পুরুষ মানুষ চিরকালই ফুলের মতো পবিত্র।
চলছে শুধুই জামাই ষষ্ঠী অথবা ভাইফোঁটা
এসব চলে আসছে কারণ পুরুষতন্ত্র ওটা।
নারী-পুরুষ দুটোই সমান,লিঙ্গভেদটা মিথ্যে
দুটোই হাসে,দুটোই কাঁদে,দুটোই তো চায় জিততে।
দুটোই কালো, দুটোই সাদা, দুটোই ভীষণ শক্ত
কাটলে পরে দেখতে পাবে লাল দুটোরই রক্ত।
একপেশে এই পুরুষতন্ত্র দাও না এবার উঠিয়ে
বোনফোঁটা আর বৌমা ষষ্ঠী পালন করো চুটিয়ে।
২| ঈশ্বরের জন্ম
ঘোড়ার ডিম ফুটেই এবার জন্মাবে ঈশ্বর
খুব দেরি নেই, তোরা শুধু একটু সবুর কর।
গাছের একটা পাতাও তার হুকুম ছাড়া নড়বে না
হুকুম ছাড়া কারও চোখের পলক অবধি পড়বে না!
ফেসবুক পোস্ট, লাইক-কমেন্ট কেউই দিতে পারবে না
এমনি এমনি ঈশ্বর ভাই কাউকেই তো ছাড়বে না।
তার খুশিতেই কমেন্ট দিবি,তার খুশিতেই লাইক
তার খুশিতেই বাজবে কিংবা বন্ধ হবে মাইক।
পড়বি নামাজ, করবি পুজো অংবংচং বলে?
ওসব স্বাধীনতারে ভাই সবই যাবে চলে!
খুব দেরি নেই, তোরা শুধু একটু সবুর কর
ঘোড়ার ডিম ফুটেই এবার জন্মাবে ঈশ্বর।