কবিতায় শীতল বিশ্বাস

ভবানী প্রসাদ
ভবানীপ্রসাদ ভবানীপ্রসাদ করছ তুমি কি?
তোমার জন্য আমি ছড়ায় ছবি এঁকেছি
ভবানীপ্রসাদ ভবানীপ্রসাদ এমন একটি নাম
ভুঁইতে করি তোমার স্মৃতির সহস্র প্রণাম
ভবানীপ্রসাদ ভবানীপ্রসাদ এমন নিপুণ হাতে
ছড়িয়ে আছো তোমার নামে দিবস কিংবা রাতে
ভবানীপ্রসাদ ভবানীপ্রসাদ হৃদয় ভরা দুখে
তোমার লেখায় বাল্য আসে আনন্দ আর সুখে
ভবানীপ্রসাদ ভবানীপ্রসাদ তোমার কলম তীরে
ঝিকমিকিয়ে ওঠে ঝলক দেয় চূণীপান্নাহীরে
ভবানীপ্রসাদ ভবানীপ্রসাদ ভবানী মজুমদার
তুমি প্রমাণ করেছ শব্দের কি ধার।