কবিতায় শান্তনু ভট্টাচার্য

অনাহুত
আমায় কেউ ডাকেনি
ডাকেও না কোনদিন।
নির্দিষ্ট বলয়ের বাইরে তো নয়ই
এমনকি কোনো প্রিয়জনও কোনোদিন
ঠাট্টা করে বলেনি কেউ–
চলে এসো যে কোনোদিন..
তোমার জন্য আমার দরজা সর্বদা খোলা।
এই ডাকা না ডাকা -যাওয়া না যাওয়ার মাঝে
শমীবৃক্ষের নিচে বসে গুরুবিদ্যা দিয়ে
রচনা করেছি এক চক্রবূহ্য
একবার কেউ যদি একবার ঢুকে পড়ে
তারও আর আমার মতো যাওয়া হবে না কোথাও…