কবিতায় সুমনা বোস

মুক্তিপ্রাপ্ত
উন্মুক্ত আকাশে ডানা মেলবার দিন;
আকাশের উদারতা, সবুজের সমারোহ থরে থরে সাজিয়ে রেখেছি মনের গহীনে,
দূর্বা ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর মতো
এক পশলা বৃষ্টির স্নিগ্ধতা জমিয়ে রেখেছি।
ভোরের কুয়াশায় চাদর মুড়ি দিয়ে,
হিমেল বাতাস গায়ে মেখে নিয়ে
হারিয়ে যাবো পলাশ বনের মাঝে।
হেমন্তের গহীনে গঙ্গাবক্ষে ভাসবো রঙ্গিন পালতোলা নৌকায়,
গায়ে মাখিয়ে নেবো সজীব বাতাস
মনের পাখনা মেলে মুক্ত বিহঙ্গের মতো উড়বো,
উন্মুক্ত আকাশে মেঘের সাথে;
সময় এসেছে একলা থেকে যাওয়ার
সঙ্গী হবে ঝোড়োমেঘ অথবা গাঙচিল,
দলছুট মঞ্জিল চেনা অচেনা পথে
আজ পাড়ি দেওয়ার নিঝুম পারাবার।।