মার্গে অনন্য সম্মান শুক্লা বিশ্বাস (সেরা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৯
বিষয় – প্রেমের ঋতু বর্ষা
তারিখ – ২৯/০৮/২০২০
বর্ষার অনুরণন
গ্রীষ্মের তাপে উত্তপ্ত হয় যবে বসুন্ধরা
গগনে ঈশান কোণে পড়ে যায় সারা।
গুরু গুরু নিনাদ আকাশের পথ জুড়ে
কাঁপে যেন ধরাতল অশনি সংকেতে।
ষড়ঋতুর আসা যাওয়া বর্ষার অনুরণন
খাল বিল নদী নালা অস্থির হয় জীবন।
বর্ষা এসে ভরে দেয় সব দিঘি ভরা জল,
সবুজ প্রকৃতি সাজে ফিরে পায় মনোবল।
ফোটে ফুল, জুঁই মালতীর গন্ধে সমীরণ
ঝিরিঝিরি বর্ষায় মনের দুয়ারে প্রিয়জন।
ঘর বন্দি বৃষ্টি ভেজা সারাটা বেলা ধরে,
খিচুড়ি ইলিশ ভাজা বাংলার প্রতি ঘরে।
ঘুরে ফিরে খেলা করে ছোটবেলার স্মৃতি
মাথা ঢাকা কচু পাতায় জাগে মনে প্রীতি।
স্কুল থেকে ফেরা পথে জমা জলে খেলা,
আনমনা হয়ে কাটে স্মৃতির বিবশ বেলা।
মনে রাজে কত স্মৃতি বৃষ্টি ভেজা দিনে
কড়্ কড়্ ডাক শুনি চমকে আনমনে।
বাদলধারায় স্নাত চাষী বৌ বাঁধে সুর,
শরৎ এলো,বর্ষা শেষে নেই বেশি দূর।
কৃষ্ণ সনে রাধা খেলে ভরা নীপ-বনে,
আপ্লুত সেই স্মৃতি কথা রয় সদা মনে।
কদম তলে ভরে আছে ভরা বর্ষার কথা।
মনে মনে গাঁথি মালা প্রেমের ঋতু বর্ষা।।