কবিতায় সংহিতা ভৌমিক

উপলব্ধি

সাম্প্রদায়িকতা বিভীষিকার মতো আজ,
চতুর্দিকে পৈশাচিক উল্লাস,
মনুষ্যত্ব আজ মনে হয় বিকলাঙ্গ,
যেনো ধর্মের মিথ্যে অভিলাষ।
উগ্রতার কাছে আজ সহিষ্ণুতা হেরে যায়,
ইতিহাস পুনর্জীবিত বৃহত্তর মঞ্চসজ্জায়।
এ কোন প্রজন্ম? বর্বরতার এ কোন রূপ?
ভবিষ্যতের দ্বার আজ ভয়ে যে রুদ্ধ।
অস্তমিত সূর্য, নাকি রাহু কেতুর গ্রাস-
রাজনৈতিক নয়, মানবিকতার শেষ নিঃশ্বাস।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।