সাতে পাঁচে কবিতায় সত্তাপ্রিয় বর্মন

জিরো মাইল

শুধু শূন্য আঁকলাম
চক্রব্যুহের চারপাশে প্রদক্ষিণ
.                       যেন ট্রেডমিলে দৌড়,
সাইকেলের প্যাডেলে খুব জোরে পা
চলেছি চলেছি চলেযাচ্ছি
.                       কোথায়?
শুধু শূন্য আঁকলাম
ঘড়ির কাঁটা গর্ভপাতে শুরু
.                      ব্ল্যাকহোলে লীন
আমাদের দিন চলে যায়, রাত পোহায়
প্রহর গোনে শেয়ালের ডাক,
.                     আকাশহীন পাখির খাঁচা।
সাদা পৃষ্ঠায় সংখ্যাহীন শূন্য আঁকলাম
শুধু শূন্য আঁকলাম
চিতা বাঘের গায়ে শূন্য শূন্য ছোপ
.                     একটিও সংখ্যা নেই।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।