কবিতায় সৌমিত বসু

পরজন্ম
তুমি আমার হারিয়ে ফেলা আলো
তোমায় খুঁজি প্রতিরাতের শেষে
আকাশ ভেঙে ঘাসের ওপর মেঘ
পাচ্ছ কি টের অনন্ত দূরদেশে?
তখন আমি গাছের ফাঁকে জামা
তখন আমি পুকুর ভরা নদী
ঘাটের জলে তোমার হলুদ পায়ে
আলতা কোমল ঠুকরে তুলি যদি।
দুপুরবেলা প্রজাপতির আগে
শুড় বুলিয়ে তোমাকে ঘুম পাড়াই
জোৎস্না যখন চাঁদের চেয়ে দামি
আকাশ থেকে বুকের ওপর নামাই।
তুমি আমার ভোরের নরম আলো
তুমি আমার দুপুর বেলায় রোদ
সকাল-দুপুর বইলো না এক স্রোতে
এবার তবে যাওয়ার কথা হোক।