হৈচৈ কবিতায় সান্ত্বনা ব্যানার্জী

বর্ষা এলো
বর্ষা এলো ঝমঝমিয়ে, গমগমিয়ে,
হুরহুড়িয়ে, গুরগুড়িয়ে।
তালের পাতা বাড়িয়ে মাথা,
আকাশপানে ধরলো ছাতা।
আমের ডালে ফিঙে দোলে,
ভিজছে চড়ুই বটের কোলে।
দল বেঁধে ওই ছাতার পাখি
কিচমিচিয়ে উঠলো ডাকি।
বাচ্চা কোলে হনুমতি
তাকায় শুধু ইতিউতি।
ফটফটে ওই টগর ফুলে
মৌমাছিটা উঠলো দুলে।
টুকটুকে লাল রঙ্গনেতে
বসলো ভ্রমর আনন্দেতে।
থোকা থোকা কামিনীফুল,
উঠনটি সুগন্ধে আকুল!
ভরলো আমার খাতার পাতা,
বর্ষা হলো এক কবিতা!