ক্যাফে কাব্যে শুভঙ্কর বিশ্বাস

অ – কবিতা
চালো দুরে যাই কোথাও
যেখানে সীমান্ত নেই
স্বপ্নে যেখানে বারুদের গন্ধ নেই
চলো সেখানে যাই
চালো দুরে যাই কোথাও
যেখানে ইতিহাসের পাতায় যুদ্ধ নেই
রাস্তায় পড়ে থাকা লাশ নেই
চালো দুরে যাই কোথাও
যেখানে বরফের রাজ্যে রক্ত নেই
হাসপাতাল এ নবজাতকের মৃত্যু নেই
গরিবী হঠাও নেই
যেখানে সবাই নিঃস্ব
নিঃস্বতাই একমাত্র অহংকার।