|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় শান্তনু ভট্টাচার্য

নাগরিকত্ব
পরকীয়ার অভিসারি বুদবুদ
সারাক্ষণ হাত ধরে চলে
সে লজ্জা কোথায় রেখে আসি
ঘুম না আসা রাতের বিছানায় ;
ফিসফিস ঝাউয়েরবনে বিছানো বালির চাদরে,
বুকে ছুরি মারা জোছনায়?নাকি
অযুত যোজন দূরে অনাবিষ্কৃত কোনো ছায়াপথে।
জোয়ারের জল একটু একটু করে
ডুবিয়ে দিচ্ছে পা-
গলাজলে ভেসে যাচ্ছে ডেকচেয়ার,
হাওয়ায় উড়ছে পাপের ইস্তাহার
…নিষিদ্ধ দ্বীপের নাগরিকত্ব।