প্রবাসী ছন্দে সাবেদ আল সাদ (বাংলাদেশ)

অত:পর আমি
এত অবুঝ ছিলাম কবে
নিজেকে শেষ করতে করতে নি:শেষ আমি
তবু কেন অনন্তর তুমি!
তুমুল উন্মাদ ছিলে কৌটিল্য রমণী
খোলা খাতার মত উদার ভেবে
অসম্ভব ভালোবেসে ছিল এই বৈকল্য শরীর
এখন যতই নড়ি চড়ি
চেঁপে বসো ততই আমার ঋণগ্রস্ত ঘাড়ে
কতভাবেই তো দুহাত উপরে প্রসারিত করি
বিনত প্রার্থনা করি,দয়া করো প্রভু!
তবুও ঘাটের মরা ঘাড় থেকে নামালো না কেউ
অগত্যা বাঁচার লড়াইয়ে বৃথাই লড়ে যাওয়া!