মেহেফিল -এ- শায়র সাজেদা আলী হেলেন (নির্বাচিত কবিতা)
এই বাঁচা কী বাঁচা বলে
এমন এক সময় এলো
কেউ কারো নয় ভাই
নিজের জীবন আপন বেশি
শিক্ষা দিলো যে তাই।
মা-বাবা যদি মরে থাকে
কী আসে যায় তাতে,
কাছে গেলে ভাইরাস যদি
হ্যাঁচকা টানে নেয় তাঁকে।
জীবনটা যে কঠিন এখন
সব ভীষণ ওলট পালট,
মানুষ গুলোর ফ্যাকাশে মুখ
ঘূর্ণিপাকে ঘুরছে গাঢ় পকট।
এই বাঁচা কী বাঁচা বলে !
সমাজ ছাড়া একাকী বসবাস
মৃত্যু হলে ভয়ে পালায় সবায়
কুৎসিত সময়ের হোকনা বিনাশ।
সম্পর্ক সব যাচ্ছে দূরে
হয়ে গেছে সব মেকি,
ধরা যাবেনা, ছোঁয়া যাবেনা
থাকতে হবে ঘরে একাকী।