ক্যাফে কাব্যে শ্রীময়ী আলো

একটা মিথ্যে লেখা
এখানে তুমুল চোখ মিথ্যে হৃদয় বোঝে
ঘুমের মধ্যে শহর বসে থাকে এলোকেশ
বিকেলের স্নান সেরে মেয়েটি হেঁটে চলে রাজপথ
কোত্থাও কোনো ঢেউ নেই, দর্শক নেই, শিল্প নেই
বিস্মৃত ইন্দ্রিয়ের বাই সাইকেল জুড়ে
বিদগ্ধ স্পর্শের উষ্ণতা নেই
নিরাভরণ স্বপ্নের প্রাচুর্য নেই
শুধু ভাবলেশ হীন এক তলোয়ার গাঁথা
কংক্রিটের হাতলে
এক পাখি হীন গাছ বিগত সভ্যতার
গ্রহণ বুকে দাঁড়িয়ে নির্বিরোধ
না-বোনা ঘাসের দেশে হৃৎপিন্ডের কারাগার
এখানে তুমুল হৃদয় সিক্ত দৃষ্টি খোঁজে ।