সতীন্দ্র অধিকারীর কবিতা

আমরা এবং বাঘ
এভাবেই এখন কেটে যায় দিন। রাত হয়
আর ভোর…
যেন অপদার্থের মতো বেঁচে আছি! আর সমস্ত
ভালোবাসার কবিতাগুলিকে খুব ভোরে
পুঁতে দিয়ে এসেছি খামারের গোলাপ গাছটায়!
যারা যারা ‘স্টার’ হওয়ার জন্য সোচ্চার স্বার্থে
নেমে পড়েছে রাস্তায়!
আমরা পারি নি
আমাদের বাবাও পারেননি!
সারাজীবন শুধু উর্দ্ধতন কর্তার কাছে ধমক খেয়ে খেয়ে
আরোও ছোটো
আরও বেঁটে হয়ে গেল বাবা
দেখি
নিম্নমধ্যবিত্তের এজীবনে কখন যেন কলম
আর চাবুক তুলে দিয়েছেন ঈশ্বর!
যতক্ষণ না কালশিটে দাগ বসে যাচ্ছে আমাদের চামড়ায়…