সৌমী আচার্য্যর কবিতা

গুপ্ত ঘাতক
ত্রিভুজের চোরাপথে হাতছানি, সেলুলয়েড
চিরকাল আসমান দেবে না
তোমার যা কিছু বিভঙ্গ
সঙ্গ দেবে না তাও
অকারণ খুঁজছো আকর্ষণী ফাঁদ
ণ্যূড মেকাপেও,চাঁদ
তুমি হবে না
এবং যুযুধান প্রতিপক্ষ তুমি নিজেই নিজের
দ্বন্দ্ব ঘটবে বিকিয়ে যাবার ভাবনায়
ক্লিভেজ প্রেমে মজে যা
সেই মাংসলোভী উন্মুখ হাত
তোমাকে স্যাঁতস্যাঁতে করবে
তারপর
তারপর একদিন বলিরেখায় লুকোবে
করুণ বাস্তব,নুয়ে যাওয়া ঘাড় খুঁজবে
খড়কুটো….একটা,দুটো…স্বপ্নের